সুন্নিয়তের খেদমতে কিংবদন্তি ব্যক্তিত্ব ইমাম আল্লামা হাশেমী (রহ.)

জালালাবাদের কনফারেন্সে বক্তারা

| শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:২০ পূর্বাহ্ণ

হযরত ইমাম সৈয়দ জাফর সাদেক (রাদ্বি.) এর ওফাতবার্ষিকী স্মরণে ওরশ শরীফ এবং ইমামে আহলে সুন্নাত আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমীর (রহ.) এর ৯৫ তম চান্দ্রবার্ষিক খোশরোজ শরীফ উপলক্ষ্যে মুহিব্বানে রাসূল (.) কনফারেন্স গতকাল বিকেলে নগরীর জালালাবাদস্থ ফয়যানে হাশেমী ইসলামী সেন্টারে অনুষ্ঠিত হয়।

 

গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মুহিব্বানে রাসূল (.) কনফারেন্সে বক্তারা বলেন, মানুষের মনোজগত, কর্ম ও চিন্তাধারাকে যারা নাড়া দিতে পারেন তাঁরাই প্রকৃত ওলীমনীষী। আল্লামা ইমাম হাশেমী জীবনব্যাপী সাধনা ও কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে দ্বীন, সুন্নিয়ত চর্চা ও মানুষের কল্যাণ। সুন্নিয়তের খেদমত ও মানবসেবার ক্ষেত্রে একজন কিংবদন্তি ব্যক্তিত্ব আল্লামা ইমাম হাশেমী (রহ.)

মুহিব্বানে রাসূল (.) কনফারেন্সে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন দরবারে হাশেমীয়া আলীয়ার সাজ্জাদানশীন কাযী মুহাম্মদ আবূল ফোরকান হাশেমী। কনফারেন্সে আলোচনা করেন আল্লামা অছিয়র রহমান আল কাদেরী (মু.জি..), গবেষকলেখক আল্লামা মুহাম্মদ নুরুল আবছার আল কাদেরী, কাযী কামরুল আহছান আল কাদেরী, মাওলানা কাযী মুহাম্মদ ইউনুছ রেজভী, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, মাওলানা হাফেজ কাযী মুহাম্মদ মহিউদ্দীন হাশেমী, মাওলানা কাযী মুহাম্মদ শরফুদ্দীন হাশেমী, মাওলানা কাযী মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমী, মাওলানা কাযী কাযী জিয়া উদ্দীন হাশেমী।

কনফারেন্সে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেনমুহাম্মদ ইলিয়াছ আজম নূরী, মাওলানা মনির আহমদ আনোয়ারী, মাওলানা আবুল হাশেম আনোয়ারী, মাওলানা ওমর ফারুক আলকাদেরী, মাওলানা কাযী ওমর ফারুক আজমী, কাযী মুহাম্মদ মোতাহের হাশেমী, মাওলানা সৈয়দ মুহাম্মদ হাবিবুল্লাহ চিশতী, মাওলানা গাজী মঈনুদ্দীন রেজভী, মাওলানা সৈয়দ জাহেদুল ইসলাম কাদেরী, মাওলানা হাফেজ আবুল হোসাইন, মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন সমরকন্দী, মাওলানা নুরুল আলম চিশতী, মাওলানা আলী আজম হাশেমী, মাওলানা মুহাম্মদ জমির উদ্দীন, মাওলানা মুহাম্মদ তৌহিদুল আলম সিকদার, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা ফরিদুল আলম, মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক কাগমারী সম্মেলন ছিলো বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার
পরবর্তী নিবন্ধদেশীয় পণ্য নিয়ে বৈঠকের ফাগুন মেলা