দেশীয় পণ্য নিয়ে বৈঠকের ফাগুন মেলা

| শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো শুধুমাত্র দেশীয় পণ্য নিয়ে আয়োজন করা হয়েছে ‘বৈঠক’ শিরোনামে ফাগুন মেলা। গতবছর এপ্রিল মাসে প্রথমবার এই বৈঠক শিরোনামে এক্সিবিশনের আয়োজন করেছিলেন চট্টগ্রামের দেশীয় পণ্য নিয়ে কাজ করা কয়েকজন নারী উদ্যোক্তা।

এবারও পহেলা ফাল্গুনকে সামনে রেখে তারা এই আয়োজন করা হয়েছে। পোশাক নিয়ে আছে ‘মৌরিতা’, গহনা নিয়ে আছে ‘মাদুর’, বিভিন্ন নান্দনিক গিফট আইটেম নিয়ে আছে ‘বিচিত্রা’। এছাড়া থাকবে বিভিন্ন দেশীয় খাবার। এক্সিবিশনটি অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ খুলশীতে।

কোনো রেস্টুরেন্ট বা কনভেনশন হলে নয় তারা এই এক্সিবিশনের আয়োজন করেছেন নিজেদের বাসায়। আয়োজকরা জানান, যারা অনলাইনের মাধ্যমে কাজ করে ক্রেতার সাথে তাদের সরাসরি কথা হওয়ার সুযোগ হয়না। ক্রেতাদেরও শুধু ছবি দেখেই সিদ্ধান্ত নিতে হয়।

তাই তাদের সাথে সরাসরি দেখা সাক্ষাতের জন্য এই আয়োজন। আর এই দেখা সাক্ষাৎ পর্বটা তারা ঘরোয়া আমেজে করতে চেয়েছেন। আবার শুধুমাত্র দেশীয় পণ্য নিয়ে কোনো মেলা হয়নি এখনো চট্টগ্রামে। ক্রেতার সাথে আস্থার সম্পর্ক সৃষ্টি তথা দেশীয় পণ্যের প্রচারে এই ভিন্নধর্মী আয়োজন বৈঠক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুন্নিয়তের খেদমতে কিংবদন্তি ব্যক্তিত্ব ইমাম আল্লামা হাশেমী (রহ.)
পরবর্তী নিবন্ধমোছলেম উদ্দিন আহমদ ছিলেন গণমানুষের নেতা