সুন্নিয়ত প্রচারে আল্লামা আজিজুল হক আলকাদেরীর (রহ.) অবদান অনস্বীকার্য

ওরশ ও সালানা জলসায় বক্তারা

| মঙ্গলবার , ২ এপ্রিল, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে ও আন্‌জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলিয়ার ব্যবস্থাপনায় ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়া শরীফে আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরীর (রহ,) ৫ম বার্ষিক ওরশ শরীফ ও তাঁরই প্রতিষ্ঠিত ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.) মাদ্রাসার ৫১ তম সালানা জলসা গত রবিবার রাতে সম্পন্ন হয়েছে।

২৭ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত ৫ দিন ব্যাপী কর্মসূচিতে ছিল কয়েকশত গরিব দুস্থদের জন্য ফ্রি চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, দেড়শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, গরিব অসহায়দের মাঝে কর্মসহায়ক হিসেবে সিএনজি টেক্সি, ভ্যানগাড়ি, রিক্সা, সেলাই মেশিন বিতরণ, গুণীজন সংবর্ধনা, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় লক্ষাধিক পরিবারকে তাবারুক বিতরণ। রবিবার শেষ দিনের মাহফিলে সভাপতিত্ব করেন কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া দরবার শরীফের সাজ্জাদানশিন জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন আলকাদেরী (.জি.)। মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, দ্বীনি শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে আদর্শ সুনাগরিক গড়তে কাজ করছে বর্তমান সরকার। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন বলেন, ইসলামের মৌলিক আক্বাঈদ আমলের ওপর শতাধিক তাত্ত্বিক গবেষণাধর্মী গ্রন্থ লিখে দ্বীনের অসামান্য খেদমত করেছেন গাউসে জমান আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ🙂। সুন্নিয়ত প্রচারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে কালোত্তীর্ণ অবদান রাখেন আল্লামা কাদেরী (রহ)। মাওলানা কাজী শফিউল আজম ও মাওলানা মহিউদ্দীনের সঞ্চালনায় মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন দিল্লি হযরত নেজাম উদ্দীন আউলিয়া (রহ,) এর দরবারের সাজ্জাদানশীন মাওলানা শাহ সূফী সৈয়দ আজমল নেজামী, রাজনীতিবিদ মুহাম্মদ ইউনুছ গণী চৌধুরী, উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ আলকাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা মুফতী মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরী, আল্লামা মুফতী মাস্‌উদ রিজভী, আল্লামা মুফতি ইব্রাহিম আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা এসএম ফরিদ উদ্দিন, শাহাজাদা আবু ছালেহ মোহাম্মদ গোলাম কাদের, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ জাকারিয়া আলকাদেরী, মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন, মাওলানা মোহাম্মদ লেয়াকত আলী, মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন খান মামুন আলকাদেরী, মৌলভী মুহাম্মদ মাহবুবুল আলম, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা ফখরুদ্দিন চাঁদপুরী, মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাঈদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

সৈয়দ মুহাম্মদ মুজাহিদ, আল্লামা মুহাম্মদ আনোয়ার হোসাইন, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন ছিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, শাহজাদা সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভান্ডারী, আল্লামা সৈয়দ মুহাম্মদ বশিরুল আলম মাইজভান্ডারী, আল্লামা আবুল কাসেম মুহাম্মদ ইউসুফ আলকাদেরী, মাওলানা আবু ছালেহ মোহাম্মদ হানিফ, হাফেজ মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, অধ্যক্ষ আল্লামা আবুল ইরফান মোহাম্মদ লোকমান চিশতী, আল্লামা মুফতি আব্দুস ছমদ, মাওলানা আব্দুন নবী, মাওলনা শফিউল আলম আজিজি, অধ্যাপক আলী আজগর, অধ্যাপক মাহফুজুল হক, মাওলানা সৈয়দ মোহাম্মদ যুননুরাইন, মাওলানা মোহাম্মদ আবুল বশর সিদ্দিকী, শাহ আহমদ উল্লাহ ইমদাদীয়া নুরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ জিয়াউল হক সাওদাগর, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ মনির হোসেন, মুহাম্মদ নুরুল আহসান লাভু চেয়ারম্যান, আলহাজ্ব মোহাম্মদ ইয়াছিন দুলাল, মোহাম্মদ কামাল উদ্দিন, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইয়াছিন আনছারী মাদানী, মাওলানা মোহাম্মদ ইয়াছিন হোসাইন হায়দারী, মাওলানা মুহাম্মদ ওবাইদুল মোস্তফা কদমরসূলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৭ জানুয়ারির ভোটে আওয়ামী লীগের খরচ পৌনে ৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনুরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী আজ