পৃথিবীতে সর্বকালের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আর আমরা যারা মানুষ হিসেবে জন্মেছি তাদের জন্য নরকুল সর্বশ্রেষ্ঠ স্থান। মানুষের ভালোবাসা অর্জন করতে পারাটা সত্যিই একটা শিল্প। মানুষের আচরণ, সৃষ্টি, মানবিক অনুভূতির মাঝে তাঁর আসল সৌন্দর্য ফুটে ওঠে। পৃথিবীতে এসে যদি শুধুমাত্র আসা আর যাওয়ার ভেতর সময়টা কাটিয়ে দিই তাহলে তো মানবজন্ম অনেকটাই বৃথা। ভালো কর্ম সম্পাদন করে মানুষের মনে জায়গা করে নিতে পারাটা সবচেয়ে বড় যোগ্যতা।
আমি যদি আমার পরবর্তী প্রজন্মের জন্য কিছু মানবিক শিক্ষা রেখে যেতে পারি তাহলে চিরকাল বেঁচে থাকব তাঁদের চেতনায়। মানুষ তাঁর সুন্দর কর্মের মাঝে বেঁচে থাকতে পারে যুগ যুগ ধরে । তাই আমাদের উচিত যতটুকু সম্ভব সৎ এবং সুন্দর চেতনা নিয়ে জীবন অতিবাহিত করা। এই দুর্লভ মানবজীবনকে সার্থক করে তোলার মানসে সর্বদা সচেতন থাকা। প্রতিদিন যদি চেতনায় মননে একটি করে হলেও ভালো কাজ করার চেষ্টা করি তাহলে ভাবুন ঠিক কত হাজার ভালো কাজ আমার দ্বারা সম্পাদন হওয়া সম্ভব। তাই আসুন সকলে সচেতন থাকি অসৎ কর্ম থেকে বিরত থাকতে। এই পৃথিবীতে আমরা সবাই মাত্র কিছু দিনের অতিথি। সেই মানুষটির জীবনটাই সার্থক যিনি পৃথিবীতে এসে তাঁর সৃষ্টির সৌন্দর্য দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে পারেন এবং তিনি চিরকাল মানুষের হৃদয় মন্দিরে চির অম্লান হয়ে রয়ে যান। এমনটাই হোক সকলের মানবজীবন। সৎ কর্মের পরিশুদ্ধতায় প্রজন্মের হৃদয়ের গভীরে হোক সকলের আজন্ম বেঁচে থাকা।