সুন্দরপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১২:৫০ অপরাহ্ণ

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর ইয়াছিন নগর গাউছিয়া কমিটির উদ্যোগে সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ’র্‌ (রহ.) ওরশ শরীফ উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। অতিথি ছিলেন সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ, ইউপি সদস্য মো. হারুন, ফারুক আহমদ ওমর, মুজিবুর রহমান, ইসমাইল হোসেন ও সুলতানা রাজিয়া। প্রধান অতিথি বলেন, আর্তমানবতার সেবায় যে যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। কেননা মানুষের কল্যাণে কাজ করাও এক ধরনের ইবাদত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু রোগী বেড়েছে ১০ গুণ, প্রয়োজনে স্যালাইন আমদানি : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আশ্রয়ণ পল্লীর আড়াইশ বাসিন্দা পেল চিকিৎসা সহায়তা