ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর ইয়াছিন নগর গাউছিয়া কমিটির উদ্যোগে সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ’র্ (রহ.) ওরশ শরীফ উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। অতিথি ছিলেন সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ, ইউপি সদস্য মো. হারুন, ফারুক আহমদ ওমর, মুজিবুর রহমান, ইসমাইল হোসেন ও সুলতানা রাজিয়া। প্রধান অতিথি বলেন, আর্তমানবতার সেবায় যে যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। কেননা মানুষের কল্যাণে কাজ করাও এক ধরনের ইবাদত। প্রেস বিজ্ঞপ্তি।