দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, শিক্ষক সম্মন্ধে মানুষের ধারণা উচ্চ, এটি একটি মহান পেশা। কিছু শিক্ষক নামে অসাধু ব্যক্তির জন্য এ মর্যাদার হানি হতে দেয়া যাবে না। নীতি নৈতিকতার অবক্ষয়ের যুগেও শিকক্ষদের দেখলে এখন তার পায়ে ছুঁয়ে অনেকে তাকে সম্মান দেখায়। শিক্ষকরা সাধারণত বিত্তশালী হয় না। তাদের অহংকার হচ্ছে, ছাত্র। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক নেতা কমরেড সুনীল চক্রবর্তী তাদেরই একজন। ছাত্ররা সঠিক শিক্ষা না পেলে নীতি নৈতিকতা বিবর্জিত সমাজ ব্যবস্থায় গড়ে উঠবে। তিনি মুক্তিযোদ্ধা কমরেড সুনীল চক্রবর্তীর নামে শাকপুরায় একটি সড়কের নামকরণের ঘোষণা দিয়ে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি শাকপুরা ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিচ্ছি। তিনি বলেন, আপনারা সুনীল চক্রবর্তীর নামে একটি শিক্ষাবৃত্তি চালু করুন। আমার পক্ষ থেকে আর্থিক অনুদানসহ সব সহযোগিতা থাকবে। তিনি গত ১৪ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার আয়োজনে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমিতির উপজেলা সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, শিক্ষক সমিতির আঞ্চলিক শাখার সা. সম্পাদক অঞ্চল চৌধুরী, বাকবিশিস নেতা অধ্যাপক কানাই লাল দাশ, প্রয়াতের স্ত্রী শুভ্রা চক্রবর্তী, সমিতির দক্ষিণ জেলা সা. সম্পাদক তাপস চক্রবর্তী, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, চেয়ারম্যান এস এস জসিম উদ্দিন, চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজান্তা ইসলাম, কামরুল হাসান, বিজয় শংকর চৌধুরী, আবুল মোহছেন, আমির হোসেন, সেকান্দর আলম বাবর, ত্রিবেণী দাশ, পূর্ণিমা ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












