সুনাগরিক হতে হলে শিক্ষার বিকল্প নেই

আনোয়ারা ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৫:১১ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা ভৌগোলিক অবস্থার কারণে দেশে অর্থনীতির ভিতকে মজবুত করার জন্য একটি উল্লেখযোগ্য স্থান। দক্ষিণ এশিয়ার প্রথম টানেল বঙ্গবন্ধু কর্ণফূলী টানেল আনোয়ারাকে চট্টগ্রাম শহরের সাথে যুক্ত করে শহরে পরিণত করতে যথেষ্ট ভূমিকা রাখবে। সেই আনোয়ারা শিক্ষা-দীক্ষায় মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ সৃষ্টি করতে প্রত্যেককেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কাজ করে যেতে হবে। সৃজনশীল মানবিক পরিবেশের মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে আনোয়ারা ফাউন্ডেশন। আনোয়ারা উপজেলা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় ২০২০ সালে জিপিএ ৫ প্রাপ্ত ১৫১ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে। গত ৯ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে ফাউন্ডেশনের সভাপতি নাছির উদ্দিন আহমদ শাহ্‌র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ড. জিনবোধি ভিক্ষু। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, অসীম কুমার নন্দী, পান্টু লাল সাহা, মোহাম্মদ ইদ্রিছ, সুভাষ চন্দ্র চৌধুরী, জেলা পরিষদ সদস্যা রেহানা ফেরদৌস চৌধুরী, সুজিত কুমার দাশ, ফজল আহমদ, রমিজ উদ্দিন আহমদ, রনজিত দাশ, মো. ইউসুফ, বিজয় ধর, মাস্টার আবুল কালাম, শেখ আব্দুল্লাহ, এস এম জোবাইদুল হোসেন সাদ্দাম, কে এইচ এম তারেক, মাস্টার ওসমান গণি, আব্দুর ছবুর, হান্নান রহিম, সালাহ উদ্দিন রিয়াজ, মোহাম্মদ শিহাব উদ্দিন, আমজাদ হোসেন প্রমুখ। সভায় মরহুম আতাউর রহমান খান কায়সারের ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুকে নিবেদিত করে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা ভৌমিক, নজরুল ইসলাম মুস্তাফিজ, দিলীপ সেনগুপ্ত, হানিফ চৌধুরী, ভাস্কর ডি.কে. দাশ মামুন। কোরআন তেলোয়াত করেন মাওলানা মফিজউদ্দিন সিকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধধর্ষকদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন