সুচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

অশিক্ষক সুলভ আচরণসহ বিভিন্ন অভিযোগ এনে চন্দনাইশের শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশ গুপ্তের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসীরা। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় সংলগ্ন একটি সড়কে অভিভাবকবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তৃষিত চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, পলাশ দাশ, মৃধুল বৈদ্য, সঞ্চয় ভট্টাচার্য্য প্রমূখ। এ সময় বক্তারা নানা অভিযোগ এনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশ গুপ্তের শাস্তি দাবি করেন। এদিকে প্রধান শিক্ষক টিকলু কুমার দাশ গুপ্ত জানান, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ভিত্তিহীন। বিদ্যালয়ের কোনো কাগজপত্র তিনি কখনো কাউকে দেননি। উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের একাউন্টে সরাসরি জমা হওয়ায় সেখান থেকে টাকা নেয়ার বিষয়টিও মিথ্যা। এব্যাপারে তিনি গতকাল চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছেন বলে জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনকারীদের সকল অনিয়মের তথ্য প্রমাণ তার দপ্তরে জমা দেয়ার জন্য বলেছেন এবং প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থ্‌ নেয়া হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধট্যাংকলরী মালিক সমিতি ও পেট্রোল পাম্প ওনার্স এসো’র সভা
পরবর্তী নিবন্ধকর্ণফুলী ও ফটিকছড়িতে ভোটগ্রহণ চলছে