জীবনে সুখী হতে কে না চায়? একটু সুখের জন্য আমরা কত কিছুই না করি। সুখ নামক সোনার হরিণ পেতে সবাই ছুটে চলছি। জীবনে সুখী হতে হলে ন্যূনতম কিছু নিয়ম অনুসরণ করা উচিত। কথাবার্তা ও আচরণে যৌক্তিক হতে হবে। যে কোনও জিনিস যৌক্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে। খোলা মনের অধিকরী হতে হবে। অযৌক্তিক চিন্তায় নিজেকে আবদ্ধ/নিমগ্ন করা যাবে না। নম্র এবং দয়ালু হতে হবে। দানশীল ও শান্ত জরুরি। পুরানো চিন্তা বাদ দিতে হবে এবং নতুন নতুন সৃষ্টিশীল চিন্তায় আত্ম বিশ্বাসী হতে হবে। সৎভাবে জীবনযাপন করার অভ্যাস গড়ে তুলতে হবে। লেখাপড়ার বিকল্প নেই। তাই যখনই সময় পাওয়া যাবে, কিছু বই পড়ি, কিছু লিখার অভ্যাস গড়ে তুলি। নিজের একান্ত একটি জগত সৃষ্টি করি। প্রতিনিয়ত নিজের বলয় বা নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে। বিভিন্ন ধরণের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। তাদের কাছ থেকে শিখতে হবে। স্বাধীনচেতা আত্মনিয়ন্ত্রণ হই। প্রতিদিন একজন ভাল ও ক্যারিশম্যাটিক ব্যক্তি হওয়ার চেষ্টা করতে হবে।
যে পরিস্থিতির মুখোমুখি হই না কেন, প্রতিশ্রতি রক্ষা করার চেষ্টা করতে হবে। মিষ্টিভাষী, সদালাপি ও হাসিখুশি হওয়ার চেষ্টা করি যা আমাদেরকে অন্যদের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। ভুলের পরিবর্তে মানুষকে ভালো উপদেশ দিই। বড়দের শ্রদ্ধা এবং সম্মান করি এবং ছোটদের স্নেহ ও ভালোবাসা দিই। নিজেকে সর্বশক্তিমানের কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করি এবং ধার্মিক হই, যেন তাদের যে কোনও অন্যায় কাজ থেকে বিরত রাখতে সাহায্য করে। হাসি–খুশি থাকি এবং সাধারণ জীবনযাপন উপভোগ করি। নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। নীরব থাকি এবং নিজের যা আছে তার জন্য সৃষ্টিকর্তার প্রশংসা করি। তবেই আমরা সুখী হতে পারবো।