সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে স্কলারশিপ প্রদান অনুষ্ঠান

| শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে ‘প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান অনুষ্ঠান গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশিপের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবসরপ্রাপ্ত প্রফেসর ড. দীপক কান্তি দাশ।

 

সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলি জিন্নাহের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর, মাস্টার এস.কে সামশুল আলম, লোহাগাড়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা. রিটন দাশ, ইউপি সদস্য মৃণাল কান্তি মিলন। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের তিন

কৃতী শিক্ষার্থীরা হলোপ্রজ্ঞা প্রদীপ্তা আচার্য্য, জান্নাতুল ফেরদৌস সুমাইয়া ও ইফতাহুল জান্নাত ইভা। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সনদপত্র, আর্থিক প্রণোদনা ও সম্মাননা স্মারক তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধমালিকদের অতিরিক্ত জমা আদায় বন্ধ করতে হবে