সুকুমার বড়ুয়া
ছড়াকার রাজা
লেখনিতে ফোটে তার
ছড়াফুল তাজা
ছড়া তার মধু মিঠা
, ছড়া তার কড়া
সমাজের আয়না
যেনো তার ছড়া।
সুকুমার ভেঙেচুরে
এলোমেলো প্রথা
ছড়ার ছন্দে বলে
মানুষের কথা
সুকুমার বড়ুয়াকে
বানালেন বিধি
ছড়াশিল্পের এক
গুণী প্রতিনিধি।
সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ
