সীমা গ্রুপের পরিচালক পারভেজ গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় সীমা গ্রুপের পরিচালক মো. পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিল্প পুলিশ৩ এর ইন্সপেক্টর মোহাম্মদ শামশুদ্দীন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পারভেজ উদ্দিন সান্টুকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণ ঘটনায় করা মামলায় তিনি দুই নম্বর আসামি।

বিস্ফোরণে নিহত এক শ্রমিকের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন। এ মামলায় অক্সিজেন প্ল্যান্টের তিন মালিকসহ ১৬ জনকে আসামি করা হয়। এছাড়া বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত এক ভবন মালিকও অক্সিজেন কারখানার তিন মালিককে আসামি করে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল আদালতে আরেকটি মামলা করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. তোফায়েল আহমেদ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শিল্প পুলিশ সীমা গ্রুপের মালিককে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। সীতাকুণ্ড থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ মার্চ সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে কোনো পরীক্ষা নয়
পরবর্তী নিবন্ধবাড়তি বোনাস চায় ক্রিকেটাররা, বোর্ড সভাপতির আশ্বাস