ভারত মেতেছে চন্দ্র জয়ে, বিশ্ব দেখেছে সারা,
কথা তো নয় চাট্টিখানি, সাফল্যেরই ধারা।
ওরা আছে আবিষ্কারে, ব্যস্ত গবেষণায়,
আমরা তখন অন্বেষণে, নারী কিসে আটকায়?
পতিত অর্থনীতির ধকল সামলে,নতুন মোড়কে শ্রীলঙ্কা।
মূল্যস্ফীতি আর সিন্ডিকেটে,আমাদের সর্বত্রই লবডঙ্কা।
উন্নয়নের মহোৎসবে ভাই চক্ষু চড়কগাছ,
শুধু মাথাপিছু ঋণের ভারে কপালে পড়েছে ভাঁজ।
মাছ,মাংসের বিকল্প কাঁঠাল যদি হোন বাজার ফেরত,
সেদ্ধ ডিমের সংরক্ষণে ঘরে ঘরে হবে আড়ৎ।
বাংলার অতীত সমৃদ্ধশালী ভরপুর বীরত্বগাথায়।
সবই আজ ঠাঁই নিলো পুরোনো প্রবাদে, সাথে বচনে খনায়।