অসামপ্রদায়িক চেতনাকে ধারণ করে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীন দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ হয়নি। এ অবস্থার পরিবর্তন হওয়া জরুরি। গত বুধবার পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন ঐক্য পরিষদ উত্তর জেলা কমিটির প্রেসিডিয়াম সদস্য ইন্দু নন্দন দত্ত।
সীতাকুণ্ড শাখার সভাপতি পঙ্কজ কান্তি নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা শাখার সভাপতি অধ্যাপক রনজিত কুমার দে। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অজিত নারায়ন অধিকারী। বক্তব্য রাখেন দ্বিবেশ চন্দ্র নাথ, নূপুর ধর, ত্রিদিব দাশ, মনি শংকর ভৌমিক, নরোত্তম গোস্বামী, কমল কান্তি ভৌমিক, ক্ষুদিরাম দাশ, দীপক গুহ, অ্যাডভোকেট মিহির মজুমদার, আশীষ কর, সুভাষ চন্দ্র নাথ, প্রদীপ দাশ, লক্ষীকান্ত চৌধুরী, সৈকত চৌধুরী, নয়ন শর্মা, অভিষেক নাগ প্রমুখ। এতে পংকজ কান্তি নাথকে সভাপতি, সঞ্জীব কুমার দে’কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের সীতাকুণ্ড উপজেলা কমিটি গঠন করা হয়।