কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে গ্রুপ পর্বের শেষ খেলায় সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থা জয়লাভ করেছে। গতকাল সোমবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ২০ রানে শতাব্দী গোষ্ঠীকে পরাজিত করে। এরফলে ‘ডি’ গ্রুপে সীতাকুন্ড দ্বিতীয় জয়ের মুখ দেখলো। শতাব্দী গোষ্ঠী একটি খেলায় পেয়েছে। এই গ্রুপ থেকে ইতিমধ্যে রাইজিং স্টার জুনিয়র সুপার ফোর পর্বে উন্নীত হয়েছে। অপরদিকে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবকে খেলতে হবে রেলিগেশন লিগে। গতকাল টসে জিতে সীতাকুণ্ড প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৪৫ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। ওপেনার সাজ্জাদ হোসেন সর্বোচ্চ ৪৮ রান করেন। এছাড়া জাহিদুল কবির ২৯,আবুল খায়ের সুমন ২৬,মোস্তাকিম হাসিব ১৭, আহমেদুল হাসান সৌরভ ১৩ এবং কাজী নাজিম উদ্দিন অপরাজিত ১৩ রান করেন। অতিরিক্ত রান হয় ৩৭। শতাব্দী গোষ্ঠীর মিনহাজ ৩৮ রান দিয়ে ৫টি উইকেট দখল করেন। এছাড়া মিনহাজউদ্দিন ৩টি এবং আতিকুর রহমান ১টি উইকেট লাভ করেন। শতাব্দী গোষ্ঠী নিজেদের ইনিংস শুরু করে ১৮১ রানে থামে। ৪২.১ ওভারে সব উইকেট হারায় তারা। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন জাহেদ ইমরান বাবু। ৬৮ বল খেলে ৬২ রান করেন তিনি ৭ বাউন্ডারীতে। এছাড়া শাহেদ ২৩, এসার রহমান সিফাত ১৮, আল আমিন ১৯, ফাইয়াজ আহমেদ ২৭ রান করেন। অতিরিক্ত রান হয় ১৯। সীতাকুন্ড উপজেলার সাজ্জাদ হোসেন ৩টি উইকেট পান। মোস্তাকিম হাসিব,রবিউল আলম রানা এবং কাজী নাজিম উদ্দিন প্রত্যেকেই ২টি করে উইকেট পান। ১টি উইকেট নেন তানজিদুল ফরহাদ।