সীতাকুণ্ড বিএনপির দুই নেতার স্থগিতাদেশ প্রত্যাহার

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেইসাথে তাদের দলীয় কার্যক্রমে অংশ নেয়াসহ সকল প্রকার স্বীকৃতি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে এই স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। নেতাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে দুই নেতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া এবং দলের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে সীতাকুণ্ডে গণমানুষের নেতা আসলাম চৌধুরীর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর যোগদান
পরবর্তী নিবন্ধআল্লামা গাজী শেরে বাংলা (রহ.) সুন্নিয়ত প্রতিষ্ঠায় কাজ করে গেছেন