সীতাকুণ্ড পৌরসভা, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা ও মুরাদপুর জয়ী

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

 

 

 

সীতাকুণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল (অনূর্ধ্ব ১৭) টুর্নামেন্টের দুটি ভেন্যুতে ৪টি খেলায় সীতাকুণ্ড পৌরসভা, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা ও মুরাদপুর ইউনিয়ন জয় লাভ করে। গতকাল রবিবার সীতাকুণ্ড সরকারি হাই স্কুল মাঠে বাঁশবাড়িয়া ইউনিয়ন ১০ গোলে বাড়বকুণ্ড ইউনিয়নকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে বারৈয়াঢালা ইউনিয়ন ৩১ গোলে সৈয়দপুর ইউনিয়নকে পরাজিত করে। বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে সীতাকুণ্ড পৌরসভা ২০ গোলে সোনাইছড়ি ইউনিয়নকে, মুরাদপুর ইউনিয়ন ৪১ গোলে ছলিমপুর ইউনিয়নকে পরাজিত করে। গতকালের খেলায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লা মিয়াজী, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, ছলিমপুর ইউপি চেয়ারম্যান মো, সালাউদ্দিন আজিজ, সীতাকুণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য অধ্যাপক নুরুল গণি চৌধুরী, রূপম চন্দ্র দে, মিডিয়া সমন্বয়কারী সাংবাদিক শেখ সালাউদ্দিন, ইকবাল হোসেন টিপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। টুর্নামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার টিম অংশ নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ক্রীড়া সংগঠন এবিটসের দ্বি বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধসমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন