বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া এবং এক মেয়র প্রার্থীর নির্বাচন বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বাংলানিউজ
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ১৭টি কেন্দ্রের ৯৮টি বুথে ভোটগ্রহণ করা হয়।
সিনিয়র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আতাউর রহমান বলেন, “বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে।”
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৩৪ হাজার ৮১৩ জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৮২৭ জন ও মহিলা ভোটার ১৬ হাজার ৯৮৬ জন।