সীতাকুণ্ডে ৩ দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে লাইসেন্স ছাড়া মাছের খাদ্য বিক্রি ও জেলিযুক্ত চিংড়ি বিক্রির অপরাধে ৩ দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে লাইসেন্স ছাড়া মাছের খাদ্য বিক্রি করার অপরাধে কল্যাণী ফিডকে ১০ হাজার টাকা ও বিশ্বাস ফিডকে ৫ হাজার টাকা এবং জেলিযুক্ত চিংড়ি বিক্রি ও রাখার অপরাধে ভাই-ভাই মাছের আড়ৎকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, গত ৩১ মার্চ থেকে শুরু হওয়া জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আদালত পরিচালনা করা হয়েছে। মৎস্য ফিডের গুণগত মান রক্ষা ও জেলিমুক্ত চিংড়ি বিক্রির উপর নিয়মিত নজরদারি করা হবে। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন, সীতাকুণ্ড থানার এসআই আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলাকী আখন্দের অপ্রকাশিত সুরে নতুন অ্যালবাম
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ইফতার মাহফিল