মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জাল এবং অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ১ম ধাপ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌ–পুলিশের যৌথ অভিযান চালানো হয়। এসময় কুমিরা ঘাট, সন্দ্বীপ চ্যানেল মোবাইল কোর্ট পরিচালনা করে ২০,০০০ মিটারের চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। গতকাল বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোষ্ট–গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম খালেদ, নৌ–পুলিশের এসআই আবদুল খালেক।