সীতাকুণ্ডে সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:২৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে আবু তালেব (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন। গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে এ নিহতের ঘটনাটি ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বৃদ্ধ আবু তালেব ঢাকাচট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইউনিয়নের জোর আমতল নামক এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি গাড়ি তাঁকে সজোরে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত আবু তালেব একই এলাকার খলিল বুড়ার বাড়ির বাসিন্দা আম্বিয়া বৌদ্ধর ছেলে। এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, বৃদ্ধ আবু তালেব ঢাকাচট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেইনের জোর আমতল এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি বলেন এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৫ মাছ ব্যবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ইউএনওর অভিযানে বাল্য বিবাহ বন্ধ