সীতাকুণ্ডে স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতির ক্যাম্প

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষ্যে তিনদিনব্যাপী বিশেষ ক্যাম্প শুরু হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে, ইউএনএফপিএর সহযোগিতায় ফ্যামিলি প্ল্যানিং-ফিল্ড সার্ভিসেস ডেলিভারির আয়োজনে গতকাল থেকে ক্যাম্প শুরু হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, উঠান বৈঠক ও ঘরে ঘরে গিয়ে পরিবার কল্যাণ সহকারী বিনামূল্যে স্বল্পমেয়াদি পদ্ধতি কনডম, খাবার বড়ি ও ইনজেকটেবল সেবা প্রদান করছে। বিশেষ ক্যাম্প চলাকালীন সীতাকুণ্ড পৌরসভার (সদর) জেলা পরিষদ অডিটোরিয়ামের ক্যাম্প কেন্দ্র পরিদর্শন করে সাধারণ জনগণের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের ক্যাম্পের সার্বিক বিষয় অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নাসরিন সুলতানা জুলি, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মাধব চন্দ্র মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা অনিল বড়ুয়া, পরিবার কল্যাণ পরিদর্শকা শামীমা আকতার, পরিবার পরিকল্পনা পরিদর্শক হারুন উর রশীদ, পৌরসভার কাউন্সিলর খালেদা আক্তার, মফিজুর রহমান, মো. দিদারুল আলম, মো. ফজলে এলাহী, শাহ কামাল চৌধুরী, পরিবার কল্যাণ সহকারী স্বপ্না রানী দাস, কামরুন নাহার, কনিকা চক্রবর্তী, নীলা চৌধুরী, আনছারা বেগম, সালমা আলী ও অফিস সহায়ক রুবেল দাশ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের জানান, ক্যাম্পের প্রথম দিন চট্টগ্রামের সকল থানা-উপজেলার সেবা প্রদানের ক্ষেত্রে সীতাকুণ্ডে ১৭৬৭ জনকে সেবা দিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের পঞ্চম ব্যাচের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধট্যাংকলরি মালিক সমিতির সভাপতি ইসহাক বাদশার ইন্তেকাল