হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের পঞ্চম ব্যাচের ওরিয়েন্টেশন

| শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৭ পূর্বাহ্ণ

বিজ্ঞান সংগঠন হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের পঞ্চম ব্যাচের সদস্যদের ওরিয়েন্টেশন সম্প্রতি নগরীর জামালখান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের কো-অর্ডিনেটর সাইদ খান সাগর। প্রধান বক্তা ছিলেন ক্লাবের কোঅর্ডিনেটর মাহির আজরফ। তিনি হোয়াইটবোর্ডের কার্যক্রম এবং তাদের রোবটিক্স স্কুল, প্রোগ্রামিং স্কুল, লাইফ সায়েন্স স্কুল নিয়ে দিকনির্দেশনা দেন।
ক্লাবের সহসভাপতি রিনভী নুসরাত প্রাপ্তির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাইফুল্লাহ নাদিম, আকিবুল ইসলাম জিশাদ, যুগ্ম সম্পাদক গোলাম সরওয়ার, সহসভাপতি সাদিয়া সুলতানা, ফারিহা রাইসা, সাইমা সুলতানা ও ক্লাবের সভাপতি আব্দুর রহমান।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনে এ পর্যন্ত ৮০০ সদস্য ক্লাবের রোবটিক্স স্কুল, প্রোগ্রামিং স্কুল ও লাইফ সায়েন্স স্কুলে অন্তর্ভুক্ত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুমিরা জেলে পাড়ায় সাবেক মেয়র মনজুর আলমের বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতির ক্যাম্প