‘সীতাকুণ্ডে সার সংকটের সম্ভাবনা নেই’

ইউনিয়নব্যাপী বাজার মনিটরিং

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলায় চলতি মৌসুমে সার সংকটের কোন সম্ভাবনা নেই বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। উপজেলায় কৃষক পর্যায়ে সার সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল সোমবার কুমিরাসহ বিসিআইসি ও আবদুল্লাহ ব্রাদার্স সার ডিলারের দোকান এবং অন্যান্য ইউনিয়নে সারের দোকান মনিটরিং করেছেন উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ছোট কুমিরা ব্লকে দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা সুজন কান্তি ঘোষ।

জানা গেছে, সরকার সীতাকুণ্ড উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন করে মোট ১০ জন বিসিআইসি সার ডিলার এবং চারজন বিএডিসি সার ডিলারের মাধ্যমে রাসায়নিক সার সরবরাহ করে থাকে।

এছাড়া প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ৯ জন করে খুচরা সার বিক্রেতার মাধ্যমে সার সরবরাহ করে থাকেন। চলতি মৌসুমে আমন ধানের আবাদ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে বিভিন্ন ধরনের সারের সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উপজেলার ১০ হাজার হেক্টর আবাদি জমির মধ্যে ৪৫০০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে এবং প্রায় ৫৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ লক্ষ্যমাত্রা রয়েছে।

কৃষি অফিসের সূত্র মতে, উপজেলায় গতকালকের মজুদের পরিমাণ ইউরিয়া সার ৩২৫ মেট্রিক টন, টিএসপি সার ৮৬ মেট্রিক টন, ডিএপি সার ৯১ মেট্রিক টন, এমওপি সার ৭৪ মেট্রিক টন। হাইব্রিড, উফশী ও স্থানীয় রোপা আমন ধানের মোট বীজতলা হয়েছে ৩০৩ হেক্টর এবং ধান রোপণ হয়েছে ১০২৫ হেক্টর। এছাড়া চলতি খরিপ২ মৌসুমের বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ হয়েছে ৮০৫ হেক্টর। উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ড উপজেলায় যে পরিমাণ সারের প্রয়োজন রয়েছে তার চেয়েও বেশি পরিমাণ সার সরবরাহ রয়েছে। ফলে সার সংকটের কোন সম্ভাবনা নেই।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে মাদকবিরোধী সেমিনার
পরবর্তী নিবন্ধচিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের মাসব্যাপী বিতর্ক কর্মশালা শুরু