সীতাকুণ্ডে সন্ত্রাসী আস্তানায় র‍্যাবের অভিযান, চলছে গুলি বিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১:১১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল পাহাড়ি এলাকায় গড়ে তোলা সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়েছে র‍্যাব।

শনিবার রাত ১০টায় র‍্যাবের একটি বিশেষ টিম সন্ত্রাসীদের গ্রেপ্তারে এ অভিযান পরিচালনা করে।

অভিযান শুরুর পর থেকেই এ প্রতিবেদন লেখা পর্যন্ত র‍্যাব ও সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় অব্যাহত রয়েছে।

র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার সন্ত্রাসী আস্তানায় অভিযানকালে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর ভোরে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মশিউর রহমানকে গ্রেপ্তার করে।

জঙ্গল সলিমপুরের গডফাদার খ্যাত ছিন্নমূল সংগঠনের এ নেতার বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে।

অভিযানকালে গ্রেপ্তার এ সন্ত্রাসীর কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ওয়ান শুটার গান, ২টি এলজি, ১টি দোনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজসহ ব্যাপক গোলাবারুদ উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক ২
পরবর্তী নিবন্ধদুই মাসের মধ্যে করতে হবে দক্ষিণ জেলা বিএনপি সম্মেলন