সীতাকুণ্ডে বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শিশুকে নিপীড়নের অভিযোগ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে এক শিশুকে নিপীড়নের অভিযোগে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত বৃদ্ধের নাম রুহুল আমিন। সে নোয়াখালী জেলার কবিরহাট থানার কামেশ্বর এলাকার মৃত দুলা মিয়ার ছেলে। সীতাকুণ্ড সদরে নির্মাণাধীন শপিং কমপ্লেঙ সিকিউর সিটিতে গার্ডের দায়িত্বে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিকিউর সিটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে পৌরসভাস্থ সিকিউর সিটি কমপ্লেঙের গার্ড রুহুল আমিন চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে রুটি ও গোস্ত খাওয়ার প্রলোভন দেখিয়ে নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় গার্ডের কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করে।
পরে শিশুটি ঘরে গিয়ে তার মাকে ঘটনাটি বললে মা ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধের বিচার ছেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। ঘটনাটি জানাজানির পর স্থানীয় লোকজন জড়ো হয়ে বৃদ্ধকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে পুলিশ এসে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়।
সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, শিশুকে নিপীড়নের অভিযোগে ওই বৃদ্ধকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য পরিচালক
পরবর্তী নিবন্ধমুনির নগর ওয়ার্ডে শাড়ি ও লুঙ্গি বিতরণ