সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান

আন্তঃজিলা বাস মালিক সমিতি ও ইউনিয়নের উদ্বেগ

| বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

সীতাকুন্ডে বিএম কনটেনার ডিপোতে বিস্ফোরণে সরকারি-বেসরকারি বিপুল মানুষের প্রাণহানি এবং গুরুতর আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তঃজিলা বাস মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ এবং বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকরামুল হক ও সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী মাইজভান্ডারী।

এক বিবৃতিতে সমিতি ও ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, কনটেনার ডিপোতে মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনায় পুরো জাতির পাশাপাশি সমিতি এবং ইউনিয়নের সদস্যগণ ও আজ শোকে স্তব্ধ। আন্তঃজিলা বাস মালিক সমিতি ও ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, এই ধরনের ঘটনায় মানবিক বিপর্যয় ঘটেছে।

এই অবস্থায় নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। বাস মালিক সমিতি ও ইউনিয়ন নেতৃবৃন্দ এই দুঃসময়ে হতাহতদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন
পরবর্তী নিবন্ধশামসুল হক ছিলেন বিএনপির নিবেদিতপ্রাণ নেতা