সীতাকুণ্ডের কুমিরা এলাকায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটলেও পরিবারের লোকজন বাড়িতে না থাকায় বিষয়টি জানতে পারেননি। গতকাল বুধবার সকালে বাড়ি ফেরে তারা বিষয়টি জানতে পারেন।
চুরির এ ঘটনা ঘটেছে উপজেলার কুমিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘাটঘর এলাকায় জেলে পাড়ায় প্রবাসী বদন দাশের বাড়িতে। তার দাবি, চোরের দল আলমিরা ভেঙে ৯ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার টাকাসহ মোট ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
প্রবাসী বদন দাশ বলেন, পরিবার সদস্যদের নিয়ে ঘরের গেটে তালা লাগিয়ে সোমবার আমার শ্বশুরবাড়ি সন্দ্বীপে বেড়াতে যাই। বুধবার সকালে বাড়িতে এসে ঘরে প্রবেশ করে দেখি ঘরের সব রুম, আসবাবপত্র তছনছ হয়ে আছে এবং আলমিরাতে থাকা ৯ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজর টাকা নেই। এছাড়া দুইটি পাসপোর্ট, ২টি মোবাইল সেট, ফ্রিজ, পানির মোটর, ১০টি কম্বল, গ্যাসের চুলা, কাপড়–চোপড়, প্রত্যেক রুম থেকে বৈদ্যুতিক বাল্ব, পিতলের থালাসহ সবকিছু নিয়ে চলে যায় চোরের দল। প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে চলে যায় চোর চক্রটি। বদন দাশের স্ত্রী বলেন, ঘরের সুন্দর কাপড়গুলোও বেছে বেছে নিয়ে গেছে চোরের দল।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











