সীতাকুণ্ড পৌরসভার গত ৫ বছরের উন্নয়ন নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় করেন মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম। গতকাল পৌর সদরে মেয়রের কার্যালয়ে মতবিনিময় সভায় মেয়র বলেন, আমি এই পৌরসভায় মেয়রের দায়িত্ব নেয়ার পর হতে আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দাতা সংস্থা এমজিএসপি, উন্নয়ন সহায়ক তহবিল এডিপি ও নগর অবকাঠামোর উন্নয়ন আইইউআইডিপি‘র অধীনে প্রায় ৩২ কোটি টাকার কাজ সম্পন্ন করেছি। কাজগুলির মধ্যে বিভিন্ন ওয়ার্ডে কার্পেটিং, আরসিসি ও ব্রিক সলিং দ্বারা সড়ক নির্মাণ, রিটেইনিং ওয়াল, গাইড ওয়াল, ড্রেন নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন ও সীতাকুণ্ড পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ অন্যতম। এছাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে জেলা ও থানা নেতা কর্মীদেরকে সাথে নিয়ে দলীয় সব কর্মকান্ড সুচারুভাবে পরিচালনা করেছি। এইসব কাজ সম্পন্ন করতে আমি স্ব-স্ব ওয়ার্ডের সভাপতি/সম্পাদক ও কর্মীবৃন্দের সহযোগিতা পেয়েছি, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। পৌরসভায় এখনো কিছু কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং কিছু কাজ সম্পন্ন হয়নি। পৌরসভাকে ডিজিটালাইজড করতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সভাপতি সোলেমান খোকা, সম্পাদক মোশারফ হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি দিলদার হাসান সম্পাদক সালাউদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি স্বপন বণিক, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর উদ্দিন, ৫নং ওযার্ড সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি জহুরুল আলম জকু, কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো, ৭ নং ওয়ার্ড সভাপতি আনিসুল হক, সম্পাদক জাহেদ কবির, ৮নং সভাপতি হুমায়ন কবির স্বপন, সম্পাদক সেলিম উদ্দিন ও ৯নং ওয়ার্ড সভাপতি মো. শাহজালাল সম্পাদক সফিউল আলম।