সীতাকুণ্ডে পর্যটকের উপর হামলা আটক ১১

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

ঢাকা থেকে আসা ৯ পর্যটকের উপর হামলার ঘটনা ঘটেছে সীতাকুন্ডে। শৌচাগার ব্যবহার করতে চাওয়ায় গত বুধবার রাত দেড়টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বিএন সোনারগাঁও পেট্রোল পাম্পের কর্মকর্তা ও কর্মচারীরা এ ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। পরে ৯৯৯ থেকে ফোন পেয়ে পর্যটকদের উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১১জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার হত্যা চেষ্টার মামলা করেন ভুক্তভোগী মঈন হাসান খান। পুলিশ ঘটনার সাথে জড়িত ১১ যুবককে গ্রেপ্তার করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিআরবিতে স্থাপনা সাংবিধানিক আইন লংঘন করার শামিল
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৬ হাজার ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার