সীতাকুণ্ডে নারী উন্নয়ন ও সমাজসেবী সংগঠন দোলনচাঁপার সম্মাননা পেয়েছেন ৮নারী কর্মকর্তা। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যের আলোকে গত শনিবার উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সুরাইয়া বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোছাম্মৎ তাহমিনা আরজু, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম নাজমুন নাহার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সামছুন্নাহার স্বর্ণা, উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা শারমিন আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক ফেরদৌসী আক্তার, ইপসার উন্নয়ন গবেষক ড. শামসুন্নাহার চৌধুরী লোপা ও নারী উদ্যোক্তা রূপা আহমেদ।সভা শেষে স্ব–স্ব কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংবর্ধিত ৮ মহিলা কর্মকর্তার হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।