নালা-নর্দমায় ময়লা ও আবর্জনা ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করা যাবে না

শুলকবহরে ক্রাশ প্রোগ্রামে কাউন্সিলর মোরশেদ

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

যত্রতত্র নালানর্দমায় ময়লা ফেলার দরুন পানি প্রতিবন্ধকতা করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই একজন সচেতন নাগরিক হিসেবে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হতে বিরত থাকতে ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহ্‌বান জানাই। গতকাল রবিবার ৮নং শুলকবহর ওয়ার্ডজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধক ওষুধ ছিটানোর ক্রাশ প্রোগ্রামে কাউন্সিলর মোরশেদ আলম উপরোক্ত কথাগুলে বলেন।

দিনব্যাপী ক্রাশ প্রোগ্রামে শুলকবহর এলাকায় উদ্বোধন হয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নালার ময়লা তোলা ও মশক নিধনে লার্বিসাইড ওষুধ ছিটানো হয়। এতে উপস্থিত ছিলেন সমাজসেবক জসিমুল আনোয়ার খান, পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা এস.এম.হাশেম, এমরানুল হক এমরান, শুলকবহরবাদুরতলা ইউনিট আ.লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু, আবু তাহের, সাইফুল ইসলাম, অধ্যাপক এস.এম.ওয়াজেদ, এরশাদ উল্লাহ চৌধুরী মুন্না, জাহেদুল আলম, জাহেদুল আলম সোহেল, দেলোয়ার হোসেন, মাহমুদ রেজা সুজা, নেজামউদ্দৌলা, মুজিব সম্রাট, মোঃ মহিউদ্দিন, আব্দুস সাত্তার রাসেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দোলনচাঁপার সম্মাননা পেলেন ৮ নারী