প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে চট্টগ্রাম জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে দুই দরিদ্র পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। দুটি ঘরের মধ্যে একটি পেয়েছেন সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা গ্রামের ভ্রাম্যমাণ ফল বিক্রেতা মো. ইউসুফ চৌধুরী ও অপরটি পেয়েছেন সীতাকুণ্ড পৌরসভার ২০১৪ সালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ব বরণ করা কাঠমিস্ত্রি রবীন্দ্র কুমার নাথ।
গতকাল মঙ্গলবার সকালে সীতাকুণ্ডে ঘর দুটির চাবি হস্তান্তরের অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রধান নির্বাহী সাব্বির ইকবাল চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান, পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহামদ প্রমুখ।











