সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে গত দুই দিনে নিহত হয়েছেন দুইজন। দুইজনই মানসিক ভারসাম্যহীন বলে জানায় জিআরপি পুলিশ। জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন বুধবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কলেজ পাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন যুবকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ফৌজদারহাট রেলওয়ে পুলিশকে খবর দিলে ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক এবং ফায়ার সার্ভিস টিম ওই ব্যক্তিকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে সেখানে রাতে তার মৃত্যু হয়।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলার শেখ পাড়া এলাকায় ডাউন লাইনে ঢাকা থেকে চট্টগ্রামে আসা সোনার বাংলা এঙপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ২৫ বছরের এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. খোরশেদ আলম বলেন, দুই দিনে দুইজন মানসিক ভারসাম্যহীন যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।