সীতাকুণ্ড থানা পুলিশের অভিযানে ৪ জন গরু চোরকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানাধীন ১০ নম্বর সলিমপুর ইউপিস্থ দক্ষিণ সলিমপুর ডিসি পার্কের দক্ষিণে কেওড়া বাগানে অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ২ টি গরুসহ ৪ জন গরু চোরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ফকিরহাট ইমামনগর এলাকার ইউনুছের ছেলে কাউছার (২০), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মাহিম (২১), দক্ষিণ সলিমপুর ইউনিয়নস্থ আব্দুর রহিমের ছেলে দিদার (২০) ও বাগদন্ডিম থানাধীন এলাকার মৃত জালাল আহম্মেদের ছেলে হেলাল (৩০)।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি চুরি মামলা দায়ের হয়েছে।