সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে টুম্পা রানী নাথ (৩২) নামে ডেঙ্গু আক্রান্ত তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নারী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর (তেঁতুল তলা রোড) এলাকার রঞ্জিত কুমার নাথের স্ত্রী।

টুম্পার স্বামী রঞ্জিত কুমার নাথ জানান, গত রবিবার রাতে থেকে হঠাৎ তীব্র ব্যথা ও জ্বর আক্রান্ত হন তাঁর স্ত্রী। সোমবার সকালে জ্বর বেড়ে গেলে তাকে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রাফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে নিয়ে যান। সেখানে রক্ত পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। তবে হাসপাতালের চিকিৎসক তার স্ত্রীর প্লাটিলেট ঠিক আছে জানিয়ে ভর্তি না করে ঔষুধ লিখে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে বৃহস্পতিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের গল্প শুনিয়ে স্বপ্ন ও কল্পনার জগৎকে প্রসারিত করতে হবে
পরবর্তী নিবন্ধউন্নয়নের জন্য আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে