সীতাকুণ্ডে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জমি সংক্রান্ত বিরোধ

আজাদী অনলাইন | সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৯:৩৮ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড মধ্যম মাহমুদাবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
ছোট ভাইয়ের নাম মো. ইব্রাহীম এবং খুন হওয়া বড় ভাইয়ের নাম মো. ইসহাক (৫৫) বলে জানা গেছে। বাংলানিউজ
আজ সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে আলন মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মুহাম্মদ ইসহাক ওই এলাকার আলম মিয়া সওদাগরের ছেলে। তিনি রেস্তোরাঁর ব্যবসা করতেন।
মো. ইসহাকের ছেলে মো. শাকিব বলেন, “পরিবারের জমি নিয়ে আমাদের সঙ্গে চাচার বিরোধ ছিল। দুই মাস আগে আদালতে একটি মামলা করেছিলাম আমরা। কয়েক মাস যাবত আমাদের সঙ্গে ঝামেলা চলছিল চাচার সঙ্গে। চাচা আমার আব্বাকে রড ও দেশী অস্ত্র দিয়ে আঘাত করেন।”
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যাযে ইব্রাহিম রড দিয়ে মো. ইসহাককে এলোপাতাড়ি আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুপুরের দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. ইসহাককে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে বন্ধ থাকবে ব্যাংক-পুঁজিবাজার
পরবর্তী নিবন্ধবাবা কিনে না দেয়ায় মোটরসাইকেল চুরি করল তরুণ