বাবা কিনে না দেয়ায় মোটরসাইকেল চুরি করল তরুণ

আজাদী অনলাইন | সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ১১:২৭ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালি থানার চেরাগি পাহাড় থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ জিয়া উদ্দিন শুভ (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আজ সোমবার (১২ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন। বাংলানিউজ
গ্রেফতারকৃত জিয়া উদ্দিন শুভ জোরারগঞ্জ থানার বারইয়ারহাট এলাকার মো. সেলিম উদ্দীনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১১ এপ্রিল) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্টেডিয়ামের বিক্রয় ও বিতরণ বিভাগে ইঞ্জিনিয়ার আবু মুসার মোটরসাইকেল চেরাগী পাহাড় মোড় থেকে চুরি হয়ে যায়। একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে টাইগারপাস পুলিশ বক্সের পাশ থেকে জিয়া উদ্দিন শুভকে আটকের পর ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, “জিজ্ঞাসাবাদে শুভ মোটরসাইকেল চুরি করার কথা স্বীকার করে। শুভ জানায়, তার বাবার থেকে একটি মোটরসাইকেল ক্রয় করার আবদার করে সে। তার বাবা আবদার না রাখায় মোটরসাইকেলটি চুরি করে। নতুন ভার্সনের মোটরসাইকেল হওয়ায় এবং পছন্দ হওয়ায় মোটরসাইকেলটি চুরি করে বলে জানায় শুভ।”

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
পরবর্তী নিবন্ধপরকীয়ায় বাধা দেয়ায় খুন হন জয়নাল