সীতাকুণ্ডে গৃহশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক মো. সাজ্জাদ হোসেনের (২৮) বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে কিশোরীর মা। গতকাল রবিবার দুপুরে কিশোরীর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের উকিল পাড়া এলাকার মো. শামসুল হকের ছেলে।
মামলার বাদী কিশোরীর মা জানান, তার নবম শ্রেণী পড়ুয়া মেয়েকে বাড়িতে এসে প্রাইভেট পড়াতেন সাজ্জাদ হোসেন। এক পর্যায়ে মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন সে। পরে বিষয়টি নিয়ে মেয়ে সাজ্জাদকে বিয়ের জন্য চাপ দিলে সে গত ২৫ ফেব্রুয়ারি থেকে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেয়। পরবর্তীতে মেয়ের কাছ থেকে বিষয়টি অবগত হওয়ার পর সাজ্জাদের সাথে যোগাযোগ করি এবং তাকে মেয়েকে বিয়ে করতে অনুরোধ করি। কিন্তু সাজ্জাদ বিষয়টি এড়িয়ে যাওয়ার পাশাপাশি ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দিতে থাকে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে কিশোরীটির মা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে সাজ্জাদ। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় অপরাধ নির্মূলে সাঁড়াশি অভিযান
পরবর্তী নিবন্ধচাকরি ফেরত পেতে রিট করলেন দুদকের শরীফ