সীতাকুণ্ডে গুলিয়াখালি সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালি এলাকার সাগর উপকূলবর্তী বেড়িবাঁধের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এস আই) আশরাফ সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম জানান, সামপ্রতিক সময়ে সরকারিভাবে পর্যটন এলাকা হিসেবে স্বীকৃতি পাওয়া গুলিয়াখালি এলাকায় দুষ্কৃতিকারী চক্র বেড়িবাঁধ ও সরকারি জায়গা দখল করে দোকান-ঘর নির্মাণ করছিল। খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়েছি। পরে সেসব দোকান ভেঙে দিয়ে সরকারি জায়গাটি দখলমুক্ত করা হয়েছে।

তবে ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক ও মামলা করা হয়নি। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আড়াই হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধক্যারিয়ার গড়তে দরকার আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা