খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির আওতাধীন শাখা সীতাকুণ্ডস্থ সুরাঙ্গন খেলাঘর আসরের উদ্যোগে বাংলা সাহিত্যের পঞ্চকবি (রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেন) স্মরণে গান, কবিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার স্থানীয় একটি স্কুল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী। সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি গল্পকার কবি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুন্নি সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সাধারণ সাংগঠনিক সম্পাদক ও মেঘমল্লার খেলাঘরের সভাপতি তপন মজুমদার, সাধারণ সম্পাদক পরেশ দাশগুপ্ত, রেডিও সাগরগিরি পরিচালক সাংবাদিক সঞ্জয় চৌধুরী। বক্তব্য রাখেন মেঘমল্লার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুজিত পাল, বিজয় চন্দ্র রায়, কবি বাসুদেব নাথ, শিক্ষক টিটু রঞ্জন দাশ প্রমুখ। অনুষ্ঠানে ঋক ভট্টাচার্যের পরিচালনায় আসরের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।











