সীতাকুণ্ডে এমপি দিদারের ফ্রি অক্সিজেন সেবা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জুলাই, ২০২১ at ৫:০২ পূর্বাহ্ণ

করোনায় সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। তবে চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত সরঞ্জাম। এমন সংকটপূর্ণ মুহূর্তে আক্রান্তদের জীবন বাঁচাতে ফ্রি অক্সিজেন সেবা চালু করেছেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম।
তিনি শতাধিক অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেছেন সীতাকুণ্ড উপজেলাবাসীর জন্য। যেকোনো মুহূর্তে বিপদগ্রস্ত মানুষ ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে পৌরসভার ফ্রি অক্সিজেন সার্ভিস।
সংসদ সদস্য দিদারুল আলম জানান, দিন দিন সীতাকুণ্ডে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্তমানে হাসপাতালগুলোতে করোনা রোগীদের সংকুলান না হওয়ায় অনেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ অবস্থায় মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন। তাই তিনি সীতাকুণ্ডবাসীর জন্য এ ব্যবস্থা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদরিদ্র মানুষের মাঝে রেড ক্রিসেন্টের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধমীরসরাই স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন সিলিন্ডার দিল বিএসআরএম