সীতাকুণ্ডে এক এসআই ও কনস্টেবল প্রত্যাহার

ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:০২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগে মডেল থানার এস.আই মো. সাইফুল ইসলাম ও কনস্টেবল মো.সাইফুলকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের থানা থেকে প্রত্যাহার করে এসপি অফিসে সংযুক্ত করা হয়েছে।
জানা যায়, গত রোববার জামালপুর এলাকার জাফর নামে এক গাড়ি ব্যবসায়ী গাড়ি কিনতে সীতাকুণ্ড এলাকায় আসেন। কিন্তু গাড়ি বিক্রেতার সাথে দরদাম না হওয়ায় ঢাকায় চলে যেতে পৌরসদর বাস স্ট্যান্ডে যান ক্রেতা জাফর। সেখানে পুলিশের সোর্স মারফত গাড়ি ক্রেতা ব্যবসায়ী জাফরকে সীতাকুণ্ড থানার এস.আই সাইফুল ইসলাম ও কনস্টেবল মো.সাইফুল ইয়াবা আছে বলে দেহ তল্লাশি করেন। তারা দেহ তল্লাশিকালে কোনো ইয়াবা না পেলেও ইয়াবা আছে বলে ফাঁসানোর চেষ্টা করেন এবং ব্যবসায়ীর সাথে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে ফেলেন। পরে ব্যবসায়ী জাফর এ বিষয়ে চট্টগ্রাম জেলা এসপি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি এসপি অফিস সীতাকুণ্ড থানার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিমকে তদন্ত করে দ্রুত সময়ে রিপোর্ট পেশ করতে বলে। তদন্ত রিপোর্টে অভিযুক্ত দুই পুলিশের অভিযোগ প্রমাণিত হয়। এরপর অভিযুক্ত দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন ব্যবসায়ী জাফর। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত দুইজনকে প্রত্যাহার করা হয়।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তপূর্বক এস.আই সাইফুল ইসলাম ও কনস্টেবল মো. সাইফুল অভিযুক্ত প্রমাণিত হওয়ায় দুইজনকে আমরা মামলা পরবর্তী প্রত্যাহার করেছি।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রের কঠোর বার্তাতেও অনড় আ. লীগের বিদ্রোহী প্রার্থীরা
পরবর্তী নিবন্ধহেফাজতের বিরুদ্ধে মামলা সরকার করেনি