সীতাকুণ্ডে রড মেরে গাড়ি থামিয়ে ডাকাতি করার সময় দেশিয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলাধীন বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় সংলগ্ন ওভারব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার ডাকাতরা হলো- সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাশেম নগর এলাকার কাশেম মিস্ত্রির পুত্র মো. জামাল হোসেন (২১), একই ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার মৃত আব্দুল সালামের পুত্র মো. রমজান (২০), একই ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত আব্দুল হকের পুত্র মো. জিজুল হক (২২)। তাদের বিরুদ্ধে পৃথকভাবে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, রড মেরে ট্রাক থামিয়ে ডাকাতি করছে একদল ডাকাত, এমন খবর পেয়ে কৌশলে একটি ট্রাকের পেছনে ধীরগতিতে গাড়ি চালাতে থাকে পুলিশের একটি দল। বাড়বকুণ্ড বাজার সংলগ্ন মহাসড়কের কাছে গেলে সামনের ট্রাকটিতে রড মারলে ট্রাকটি দাঁড়ালে পাঁচজন ডাকাত ট্রাকে ডাকাতি করতে আসে। পুলিশ তাদের ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়। গতকাল বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।