সীতাকুণ্ডের মাইন উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে চাঞ্চল্যকর মাইন উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. আল আমিন সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭।

র‌্যাব জানায়, গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানাধীন শোলকবহর এলাকায় অভিযান পরিচালানা করে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. আল আমিন সাগরকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকার খলিলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলার তথ্য পাওয়া যায় বলে সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্‌ফর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের মানুষ তারেক রহমানকে হৃদয় দিয়ে বরণ করে নিতে প্রস্তুত