সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আর্থ সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে গত ১৯ জুলাই মিরসরাই মিঠা নালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ বন্দে আলী হাজী বাড়ির দরিদ্র আফিয়া বেগমের পাশে দাড়িঁয়ে ছিল ইনার হুইল ক্লাব অব সীকুইন্স। এর অংশ হিসেবে ইতিমধ্যে সী কুইন্স পরিবারের পক্ষ থেকে আফিয়া বেগমের বসত ঘর নির্মাণের জন্য নগদ আটত্রিশ হাজার টাকা এবং একটি গভীর নলকূপ স্থাপনের জন্য দশ হাজার টাকা প্রদান করা হয়। গত ১৪ সেপ্টেম্বর মিরসরাইস্থ আফিয়া বেগমের বাড়িতে সরজমিনে পরিদর্শনে যান ক্লাবের প্রেসিডেন্ট আলিনা মেহেরাজ, চাটার্ড প্রেসিডেন্ট সৈয়দা জিনাত আরা নিপুন, ফাস্ট প্রেসিডেন্ট তাহামিনা গিয়াস, ইমিডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট নাজাত সুলতানা মিলি, সেক্রেটারী সাহেদা সালাম, ফারহানা হক সহ মোট পনের জনের একটি প্রতিনিধি দল। প্রজেক্টটি পরিদর্শন করতে গিয়ে আফিয়া বেগমের পরিবারের সাথে কুশল বিনিময়কালে মহিলার চিকিৎসার্থে কিছু অর্থ ও দুইটি সিলিং ফ্যান বাবদ নগদ ছয় হাজার টাকা সীকুইন্সের সদস্যরা তাঁদের ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।