বিএফআরআইএর কাঠ শনাক্তকরণ কর্মশালা

| বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) আয়োজনে চট্টগ্রাম গণপূর্ত জোনের ৫০ জন প্রশিক্ষণার্থী নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাঠ শনাক্তকরণ বিষয়ে দুদিনব্যাপী কর্মশালা গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বিএফআরআইএর পরিচালক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী। বিশেষ অতিথি ছিলেন বিএফআরআইর বনজ সম্পদ উইংয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. রফিকুল হায়দার এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের আহবায়ক ড. মো. আহসানুর রহমান।
কর্মশালায় কাঠ শনাক্তকরণের প্রয়োজনীয়তা, উপকারিতা, কাঠের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন, কাঠ শনাক্তকরণের প্রচলিত পদ্ধতি এবং কাঠ শনাক্তকরণের বৈজ্ঞানিক পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিএফআরআইর বন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং সিনিয়র রিসার্চ অফিসার অসীম কুমার পাল। কর্মশালায় র‌্যাপোর্টিয়ারের দায়িত্ব পালন করেন সিনিয়র রিসার্চ অফিসার ড. ওয়াহিদা পারভিন ও মো. এমদাদুল হক। সমন্বয় করেন বিএফআরআইএর পাবলিসিটি অফিসার এয়াকুব আলী ও ফিল্ড ইনভেস্টিগেটর লিটন কুমার সরকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রদর্শনী
পরবর্তী নিবন্ধসীকুইন্স ইনার হুইল ক্লাবের প্রজেক্ট পরিদর্শন