চিটাগাং ক্লাব লিঃ’র উদ্যোগে সিসিএল- এমজিআই বার্ষিক বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের বিলিয়ার্ড ফাইনাল খেলা গত ১৫ নভেম্বর রোববার রাতে সম্পন্ন হয়। আড়াই ঘন্টা স্থায়ী এই খেলায় তাজবির সালেহিন সোহেল ২৫০- ১৭৬ পয়েন্টের ব্যবধানে সিসিএল নির্বাহী কমিটি মেম্বার মঞ্জুরুল আলম পারভেজকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন।
খেলাটি দেখতে স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ নুরউদ্দিন জাবেদ সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।