চিটাগাং ক্লাব লি. এর উদ্যোগে সিসিএল- এমজিআই বার্ষিক পুল টুর্নামেন্টের নাইনবল পুল ইভেন্টের ফাইনাল খেলা গত ৩ ডিসেম্বর বিকেলে সম্পন্ন হয়। খেলায় সিসিএল ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জুকে ১১-৮ গেমে হারিয়ে আয়াজ ইসলাম চৌধুরী চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। ফাইনাল খেলায় স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ নুরউদ্দিন জাবেদসহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।