সিলেটের জৈন্তাপুর সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার গোয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান। নিহত সালাম মিয়া (৫২) উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি আদর্শ গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। খবর বিডিনিউজের।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, সালাম মিয়া ভোরের কোনো একসময় সুপারি সংগ্রহ করতে ভারতীয় সীমান্ত এলাকায় গিয়েছিলেন। পরে ভারতীয় অংশের খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন।
নিহতের মাথা ও পিঠে ছররা গুলি আঘাত রয়েছে উল্লেখ করে ওসি বলেন, মরদেহ বিকালে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।